ফলের পরিচিতি
গাছ কখনই লিখে রাখে না
যত বেশি ডিগ্রীতে
সে তার মার্গ উচ্চাঙ্গ করতে থাকে


উচ্চতায় বিভ্রম ওলট পালট
লুকানো গলিতে
রাজপথের যে অংশ দেখা যায়
তার উল্টো পিঠ আছে


মাস্তুলে জাহাজের ভিড়ে যাওয়া
অধিকার সম্বলে বড় হয়
ঢেউ গুনতে তার ভাল লাগে না
বালুকাবেলায়
আবার সেই দূর জল অবকাশে
সে তাকিয়ে থাকে


ফলের ভেতর সিধান্ত
নিজস্বে নির্বাচিত
গাছের তাই কুড়ানো ছায়া
দিগন্তে প্রসারিত।