কিছুটা তোমার জন্য তুলে রেখেছি
সম্পূর্ণ হিসেবে আমি তাই ভগ্নাংশ
স্পর্শের গোলাপ রঙে তুমি বাঁধা
উন্মুক্ত আমিও বারবার ছন্নছাড়া


পুরো স্থাপনের আকাশ মুখ দেখে
আমাদের দেওয়াল ঘিরে দাঁড়ায়
পথের দিকে চলে যাওয়া অস্তিত্ব
পেছনে ফিরে সেই তো
তোমাদের মানব মুক্তির ঘরবাড়ি


ডিঙিয়ে যেতে যেতে কান্না আসে
হাসির জোয়ারে দিগন্ত ভাসে
তোমার ভাগ করা ফললাভে
কৃতার্থ দাঁড়িয়ে থাকে


বড় একা লাগে
যুক্ত বহু বচনে
শপথ হতে চাই