ইন্দ্রিয়ের গোপন চলতেই থাকে
মতভেদ প্রশয় দেয় না
নিজস্ব আলাপে


বাইরের আবরণে কিছু বিরক্তি
উচ্ছ্বাস মেপে বড় হয়
সবুজের গা এলিয়ে
মা বাবা গুরুজন করে দখলদারী


কিছু মেনে নেওয়া উদার হয়
কিছু সাত সমুদ্রের হাতছানি দেয়
বাদবাকি কেউ জানে না
কি হবে কোথায় হবে কেনই বা হবে


জল কাটতে ভাল লাগুক না লাগুক
ডিঙি বেয়ে বয়ে যায় ধারা
স্তম্ভের গোলাপে
সংসার কথা জড়ানো থাকে


আমাদের সেই সব
দূরে ডুব সাঁতার
না চেনা গল্পের ভগ্নাংশ।