অপেক্ষার ধারাপাতে আমাদের বসা আছে
গান গান মূর্ছণায় তোমাদের যাওয়া আসা লেগে থাকে
ভাবছি এবার যন্ত্রের সাথে দানব মিলে
একটা দুর্গা রহস্য বানিয়ে
এবারের উৎসব উৎসব খেলায় সবাইকে জুড়ে দেব।


সে হয়তো কিছু নাম মাহাত্ম্য
লুকানো অবয়বে ফুটে থাকা
কাশ শিউলি পদ্ম উপাচারের পদক্ষেপ গুনবে
রাস্তার ধারে সেই একই সংকীর্তন
নতুন গন্ধে নিজস্ব বিতরণ করবে
তুমি আমি আঙিনায়
আমার কোমরে তুমি দুলবে
তোমার কোমরে আমি।


যারা ফিরে গেছে তারা সবাই
যারা ফেরে নি তারা মুখ লুকোচুরি
মণ্ডপের আড়ম্বর মাত্র


ভিন্ন মাত্রায় বিনম্র ছন্দ
আমাদের শারদীয়া আগমনী।