একটা পেরিয়ে আর একটা
সেই একই, একই গলির ভিন্ন কথা
উবু বসে থাকা হাঁটুতে হাত
আঁকা পৃথিবীর অজানা সব সার্থকতা।


আরও দূরের চোখ রাঙানি  
তোমাকে পেয়েও বৃষ্টি নামায় রাতে
কাঁদতে তাদের বয়েই গেছে
পালিয়ে আমি সেই তো সাথে সাথে।


নষ্ট হয় নি অভিজ্ঞান রূপ
আগ্রাসীতে যুতবদ্ধ দিন গনণা বারুদ
ভেতর পাড়ার আগুনের
সামাল দিচ্ছে আমাদেরই আসল সুদ।