দাঁত বের করাই স্বভাব
সেই ভাবেই অধিকারের আঁচড় কাটে
বেরিয়ে আসে গুহা জীবনের আলো


সারি দিয়ে দাঁড়িয়ে
প্রেমিক জীবন
ভালোবাসা রক্ষার বিষয়ী অনুভবে
শরৎ ছন্দে কাশবন দোলে না,
পাশ দিয়ে বেমক্কা হাওয়া
পাথর ঘষে বেরিয়ে যায়।


নায়ক নদীর নৌকো স্রোতে
এক টুকরো খড়কুটো
আমি ধরে অনেকেই বেঁচে যায়।


লক্ষিত জীবন
আজও বন্ধন জড়িয়ে
বেঁচে থাকে, বাঁচিয়ে রাখে।