ঘুম জড়িয়ে আমিও উঠতে পারি
তোমাকে ডাকি আয় আয়
আমাদের দেশ মেলায়
সবার সাদর আমন্ত্রণ


আরও একদিন ঘুম ভেঙে
নতুন পঞ্চমীর আগমনী
তোমাকে শুনিয়ে
আরও বড় থিম সূচনায়
আমিই উৎসব


বড় ভালো লাগে
হিজল গাছের আর এক নিত্য শয্যা
পাথর গোনা মূর্তির অবয়বে
আমাদের কাল ভ্রমণ
মন্ত্রের বিবেক উচ্চারণ


জাগরণ নিমিত্ত আরাধনা
মনে রেখেছে
অসীম দূর জিজ্ঞাসার মানচিত্র
লড়াই নিজের সঙ্গে না-নিজের
মেনে নেওয়াও তাই।