বড় রাস্তায়
একটু বাঁক নিয়ে একটু ছোট
তারপর আর একটু
এভাবে শূন্য পথ
দোদুল্যমান।


সময় আমারই স্রোত
ঢেউ ভাঙতে ভাঙতে
অজানার মাটিতে পা
চেনা স্বপ্নের পৃষ্ঠপোষক
পথ দেখে পথের শেষে।


মুহূর্ত কুড়াতে বেশ লাগে
এক একটা সীমানায় কত পথ
আঁকড়ে ধরলেই হারানো নিধি
তোমার আমার মনন সম্পদ।