পুরোটাই ছায়ামাখা দূরে শোনা গান
তবুও সে হৃদয়ের কণ্ঠ অভিমান
আগল খোলা সম্ভবে মূল্য মাপকাঠি
কিছু তার জন্ম লিঙ্গ রঙ্গ পরিপাটি।
কিছুটা বিশ্বাস পূর্ব আত্মস্থ সঙ্গম
পরিপূর্ণ চেষ্টা লেখ্য রূপ পারঙ্গম,
শিক্ষার মোহ তুলন চরিত্রে চিত্রিত
মুগ্ধ চিত্ত মুক্ত নভে বিহঙ্গ মদ্রিত।


মায়ামূলে এ সংলাপ আরও বিস্তৃত
যেন তার জাগরণ আগামী উদ্ধৃত,
পথ ঘাট ভাট ফুল নদী কলকল
ডুব নৌকো ভুল পার দেখা ছলছল।
মেনে নেয় নাই মানা জৈব আগুয়ান
ভেতর স্রোতে রক্তের কাতর আহ্বান।