ভাঙা মূর্তি বুকে আঁচড় কাটে
যত্নের লালিত্য বোঝাতে পারে নি
দিক সকলের বিবেচনা


নিজে শেখেনি
তাই বাঁচতে চাওয়া অস্বীকার করেছে
বার বার
অজুহাত বরাবর সিদ্ধহস্ত
শান্তি ব্যাখ্যায়
নিঃশেষ তার শেষ অস্ত্র


এভাবে এক জন্ম থেকে
আর এক জন্মের ফেরি
সম্পর্কের ইতিবাচ্যে
বড্ড বেশি ভাঙন সমাগম


স্থিতু হয়ে
সবকটা অস্বস্তি ইন্দ্রিয়
দ্বারে দ্বারে শুধু লোভ বিক্রি করে


মেয়েরা পাড়ায় পাড়ায়
আজও অন্ধগীতি গেয়ে যায়।