সাংসারিক গড়ন অনুভূতি
প্রজন্মের খাপ খোলা তলোয়ার,
আঁকাবাঁকা জিজ্ঞাসায়
সেই একই পথ নিশানায় দাঁড়িয়ে।
গোলাপের দল বিকাশ
প্রেম দেয় স্নেহ ঝরায়,
কোন তীরে কে দাঁড়িয়ে
জল ঢালা বাগান মালীও জানে না।


এবার আর দ্বিরুক্ত করব না
মাটি কুপিয়েছি যখন
চাষ তো করবই
তোমার হাতে যেন কিছু কেশর থাকে
চক্রের মাঝে আমি স্থিতিমান
গর্বের চাকায় ক্রমশ গতি।


ভালোবাসা সবার স্বতন্ত্র।