আবার জেগে ওঠার ধূম লেগেছে
পায়ে পায়ে অহংকারের শাসন
চিনতে পারা কাঠের বাক্স
ভরা আছে অচল দিগন্তে


যারা টেনে নিয়ে গেল
তারা জানে
গয়না আসলে রূপ ঢাকা যন্ত্র
লুঠ করলেই লক্ষ্মীলাভ
ঘুরে ফিরে শুধু প্রসাদ খাওয়ার লোভ


যেহেতু তোমার ভর্তি
সূচনায় মন্ত্র কাঁড়ি কাঁড়ি
বাছতে গিয়ে হিমসিম
কি নেব কি নেব?


আমাদের সেই একই গ্রাস
তারপর রাত কাটানো ঘুম