কারও নিজস্ব আকাশ থাকে না
ঘুড়ি উড়াতে চাইলেও
লাট্টু কারো না কারো হাতে
ধরাই থাকে


পাখি ডানা মেলে দিলেও
নীড়ে ফেরার দিক
অন্য মুখের পানে চেয়ে থাকে


সূর্যের খেলা
তাও ঘোর লাগিয়ে দেয়
অস্ত উদয়ে


উড়াল সাম্রাজ্যে যে সবুজ সবুজ
অবুঝ জিজ্ঞাসা মত্ত বাতাস হয়ে যায়
তাকেই সম্বল করে
না-কথার বাঁচা শিখে গেছি
মাটিতেই তার পুষ্ট দিগন্ত
বড় হওয়ার আর্যভাষ্য।