ভেতর পাড়াতে মাঝে মাঝে শোরগোল হয়
দোষারোপের ঢেঁকি মাথা ঠুকতেই থাকে
অজগরের মত ইজ্জতের ফালুদা
ঢকঢক করে আঁকাবাঁকা গিলে
বড় হয়


পায়ের বেড়িতে আলতা রাঙানো
প্রলাপ বকা দেহি নজরানা
বুক চিতিয়ে অহম
নিজস্বী চিত্রায়ন করে


তারপরও আমাদের পাড়া শান্ত
প্রেমের গোলাপে দেওয়া নেওয়া
সবার জন্য শান্তির সংজ্ঞা।