জাগ্রত
-------
পাতা থেকে মাটিতে পড়া শিশিরের শব্দ
আমার ঘুম ভাঙিয়ে দেয়,
রাতের নৈঃশব্দ্য
কোনদিনও আমাকে ঘুম পাড়াতে পারেনি ।


আবহমান
----------
হাতে নিয়ে ক্যানভাস
আমিও রঙ তুলি আঁকতে পারি
না-দেখা মানুষের ছায়াচিত্রে।
বাতিল ইতিহাসে সেসব অনেক কথা।



(৩)
আরাধনা
--------
বাবা ফিরলেই বুঝতে পারতাম
মায়ের থাকা কতটা প্রাসঙ্গিক,


আজ শুধু শীত উদাহরণ
পূজো পূজো রব বড্ড বেশি বাহ্যিক ।


  (৪)
কালো সাদা
-----------
জমা করেছি রাতটুকু
দিন চলেছে পাহারার সর্বনামে,
বাঁচতে চাওয়া অভিমান
রাতে দিনে একাকার।


  (৫)
টাকার ফাঁকি
----------
নেওয়া জমছে হিসেব বর্হিভূত
দেওয়া শূন্য সীমানায়,
হাজারে ব্যাজার মুখ ফাঁকি
মোহ টাকায় ধরাশায়ী তুমি আমি।