কাজ থেকে ফেরা দিন
দেহে মনে রাখে টান,
থিতু সমীকরণ
শুধুই ভোগদখল
বার বার হিসেবে করে করাঘাত।


অনায়াসে পেয়ে যাওয়া বিলাস
টুকরো টুকরো ক্ষয়ে যাওয়া বিষয়
আমাদের অলিগলি
লেখালেখি করে।


দোষ গুণের ধারাপাতে
নাই নাই চর্চায় চমকে ওঠে
সারাংশ,


বাবা ভূমিকায়
স্থিতধী মা, অবকাশ
কত সব বড় হওয়া বুঝিয়ে যায়।


আমি তারই
কথা ও কাহিনী।