খামতি ছিল কি না
নিজ বিচারের মানদণ্ড হয় না
তোমার দিক থেকে আমার হাওয়া
বরাবর হ্যাঁ বলে গেছে


লম্ফজল্ফের মাঝে
যতটুকু সূর্যোদয়ে ফিরি
দেখি তোমার দাঁড়ানো
আমার সাবলীল


কেউ প্রশ্ন করে নি
এখানে কেন গোলাপ ফুটল
আপেক্ষিক মেরুদণ্ডে
তোমার আমার সি স মাপা
ব্যালেন্স সিট হাতে
গোটা বিশ্ব দাঁড়িয়ে


সম্পূর্ণ অবয়ব
বিকলাঙ্গের পূর্বশর্ত
সেখানে বিন্দু বিন্দু ঘাম
আমাদের বেড়ে ওঠা
সত্যাসত্য কাহিনী
স্বয়ম্ভূ আমিও একজন
এবং তুমিও।