অনেকটা কাছের সন্নিবেশ
দূরাভাষ হয়ে গেলে
নুয়ে পড়ে বাক্যালাপ
নারী পুরুষের সেই চিহ্ন মুছে যাওয়া
মন থেকে মনে
বড্ড মনোমোহিনী


যাত্রার বিস্তৃত পথ শ্রমে
কত কি অঙ্গীকার
আমাকে ভেঙে আমি সৌন্দর্যে
মহীমা অপার


না ঝোলানো ঝাড়বাতি
রাজ অহংকার লুকিয়ে রাখে
ক্ষুদে রাজন্য


আমি কি কোনদিন
তাই ছিলাম
সন্নিবেশ অন্তত একবার
কিছু বলা কিছু শোনা
আমার হোক।