সুড়ঙ্গের জন্য অনেকে অপেক্ষা


দিন হোক রাত হোক
শুধু অন্ধকার
কর্মের অপ
দৃষ্টি এড়িয়ে আইন সঙ্গত।


এ রন্ধ্র
একক খোলে আর বন্ধ করে
কিন্তু জড় হয়
সবারই অস্বচ্ছ আবচ্ছায়া মুখ।


এভাবেই যুগ পেরিয়ে
কলির সন্ধ্যেতে
নেত্য করে নিত্যানন্দ,
কাল রচনায়
দোষের হাঁড়িতে মণ্ডামিঠাই
ভাগ হয়ে যায়
আলো ছাড়িয়ে অনেক অন্ধকারের পথে।


The Hole / Dipankar Bera


Many are waiting for the tunnel


Whether by day or night
Only the dark
Ex works
Avoid eye accompaniment laws.


The hole
Opens and closes unit
But that is inert
Everyone faces opaque shadow.


This era
Bad tomorrow obscurity
The constant dancing joy,
Tomorrow writings
Guilt sweetie pot
Be divided
Many of the darkness beyond the light path.