ফিতে মাপা দূরত্বে
মানুষ থেকে মানুষ হিসেব
বাড়ছে বড্ড বেশি অসংস্কার


কিছু আলোর চিঠি
ঠাণ্ডা ঝলকে ডাকাডাকি করে হৃদয়
একেবারে পাশে তুমি কিরণ
আমি টানছে ফোটন স্রোত


ওদের গায়ে বিনয় চিত্র
লাগোয়া বাসায় অচেনা আড়ম্বর
এক দুবার জিজ্ঞেস করে ফেলি
দাদা ভাল আছেন?
ভেতর বাড়ি তক্কে তক্কে থাকে
সময় সু্যোগে
সেও যোজন খানিক দূরে


বেড়া ডিঙিয়ে
আমিও কাছাকাছি হতে চাই
তুমি দূরত্বে।