খেলা যদি মিশে যায় ধুলোর দেশে
ফুটবল যদি আসে হাঁ হুলোর বেশে
আমি তবে মুখ গুঁজে কত আর পড়ি
পুতুলের খেলা খেলা কত আর করি।


খোলা যদি নাই থাকে মেলার কথায়
চাতুরী যদি বা আসে তাদের নেশায়
আমি তবে ডুবে যাই কালো অক্ষরে
কত আর ঘোল খাই অবুঝ চক্করে?


মাঠ যদি ঘাট ঘিরে বাবুদের থাকে
পায়ে বল হাত ঘুরে দেয় দড়ি নাকে
আমি তবে বড় হওয়া কি করে শিখি
আকাশের সীমানায় কত আর লিখি?