ঘুরপাক সাংসারিক আমি দৈনন্দিন
ছোটাছুটি তালমিল কাজ খুঁটে খাই
কাক চিল কোকিলের সুরে ডিঙা বাই
জয় করি হাসি মুখ হৃদয় রঙিন,
দিনে রাতে পরিবারে ফুল খুশি রঙ
কলমীর গন্ধ লতা পাড়ায় পাড়ায়
শিশিরের ঘাস ধোয়া গাছের ছায়ায়
দু-দণ্ড জিরিয়ে নেয় তুমি আমি ঢঙ।


বিষণ্ণ কিছু একটা যাওয়া আসায়
বকুলের পাতা ঝরা প্রাণের চঞ্চল
পায়ে পায়ে হাতে হাত মায়ের অঞ্চল
আমিও আবার ফিরি তুমি সাধনায়,
বাংলার স্বাধীন সূর্য রোজ বর্ণময়
শালুক ফুলের রূপে সবুজ সময়।