গভীরে লুকনো কিছু
না হ্যাঁ অথবা ভাবলেশ
যেন তার রাত বয়ে যায়
পেয়ে আরও সংজ্ঞা অবশেষ


তারপরে মগ্ন চড়া
মোহনার কথা অপচয় স্রোত
কর্ম উপলব্ধির প্রশ্নে
রেখেছিল বাইরের জল নগ্ন পোত


কাঁকন শব্দে পাতা নাচে
খনন মস্তিষ্কে মাটি প্রবাহ
বোধ আছন্ন না-কথার তীক্ষ্ণ
তোমাকে মেনেছি অযোগবাহ।