(১)
এখন আর হাত কাঁপছে না
না চাওয়াগুলো উঠোন থেকে বিদেয় করে
সেই তো ঘরে জমা করেছি ।
তোমাকে না-ধরা যেন আমারই অভ্যাস ।


   (২)
প্রকাশ্য


প্রেক্ষিত যাইহোক
অস্পষ্ট থাকে না বেশিদিন,
প্রকাশধর্মে
মাটিতেও চাঁদ আকাশ আঁকে ।