সবাই করছে সবাই তাই পা মিলিয়ে পা
দু'হাত তুলে আনন্দে গাইছে তা ধিন তা
সরগমে বোল উঠছে জোরে গানের সুরে
হাতের কাছে তবু যেন আছেন দূরে দূরে।
দেখাদেখি চাষ আবাদে গোলক ধাঁধাঁ ধা
খুব দরকারী পেছন গলি আমাদের দা দা;
প্রেমের অলি ছুঁয়ে কলি গোড়ায় মারে ঘা  
উঠতি যেন বয়সটুকুই জ্ঞান দিয়ো না যা।


সবাই মিলে সবাই ধরে খেয়ে নিচ্ছে আমি
যেটুকু আছে তাও আমার হবে না বদনামী
মিলিয়ে চলা মিলিয়ে বলা আমার কারনে
হাতের মুঠো হাতে ধরে থাকব অন্য মনে।
সরগমে সুর সুরের হাওয়া মাটির সুরেতে
আমরা সবাই উঠব জেগে নতুন ভোরেতে।