যে স্বতন্ত্র সুযোগের অপেক্ষায় ছিল
দরজায় কড়া নাড়া শুনে
সেও কায়দা করে ফায়দা লুটতে নিল,
একা একা গাভীদের চলনে
রাস্তায় তিলক আঁকা হয়ে যায়
মেঘেদের বাসভূমি
বাৎসল্য আনাচে কানাচে,
কি যে চায় কাশ বনে গন্ধ আনাগোনা?


কষ্টের সংগ্রামী ফলস
আমাদের কোন না কোন অঙ্গানু
গর্বে উঁচু মাথা ভর্তি একক


আমি তাই তোমার আনুকূল্যে।