শঙ্খ চিলের ডানায়
কোন এক বেহিসেবী চাঁদের রাতে
আমিও খোলামকুচি
ছড়িয়ে পড়া দূরের দেখা


সরে যাওয়া হৃদয় রসবোধে
ভেঙে পড়া নৌকো বিলাস
জল খুঁজতে মাটি যাত্রায়
স্থবীর নীরব যুগান্তর


মানুষী মুহূর্তে
পৃষ্ঠা এঁকে চলেছে গল্প দিনান্ত
অনতি বুকের ভেতর
এমনই অনন্তলোক
তুমি আমি পাশাপাশি
দেখি আর দেখি।