টান ধরা শিরায় বাল্যবেলা খুঁজতে
সারা শরীরে ঘাম শেকল
গন্ধ বকুলের রাস্তা পেরিয়ে
যে কোন শরীর সৈনিক হয়ে যেতে পারে


হঠাৎ রঙের গুঁড়ো
সঙ বাদ্যে মাতাল হয়ে ওঠে
দিন বিচরণ শুধুই না বোঝা কথাবার্তা
তারপর আমিও বোধহীন
তুমিও পলাশ বনে গোলাপ রাঙা


মত্ত মোহ যুগ কাটিয়ে
শিশুদের কলরব
এক টানে নেই পাতার বনভূমি
যেন যারা ছুটে গেছে তারা আমি
যারা যায় নি তারাও না-আমি
যারা আগত অনাগত
তারা সবাই জিজ্ঞাস্য
আমি আমি
তুমি রাজ্যের বাল্যভূমি