ডাকলেই আমি আর ফিরি না
জগৎ ছোঁয়া যত রহস্য থাক
আর অংশীদার হতে ইচ্ছে করে না,
লুকিয়ে রাখা কলতান
মোড়ের মাথায় বাদ্দ্যি বাজায়
সমস্ত নাকি তার চেনা ছিল


আপেক্ষিক আমার আসা
পাল তোলা নৌকো বিহারে
গুনতি গাঁথা শালুক ফুলে
তুমি বরণ আমার মঞ্চ


ভেতর যাত্রায় যাদের দখল নেই
নেই নেই রব তুলে তারা বাজিমাত,
আর চাই না সে সাম্রাজ্যের
আমি কোন নাগরিক।  


তবুও ফিরি
আমার ফেরা
পৃথিবীর কোন না কোন ভগ্নাংশ।