ছেলে হেসে বলে, বাবা
তোমার মত হতে চাই
বাবা বলে, না, তোমাকে
তোমার মত দেখতে চাই।


ছেলে পিঠে বই নিয়ে তাই
রোজ যায় হেঁটে ইস্কুলে
বাবা কাজে নিয়মিত
কষ্টে যায় বাসে ঝুলে।


ছেলে খোঁজে জ্ঞান বই পড়ে
নিজের বোধ কাজে লাগায়
বাবা জন সংযোগে সেই
সামাজিক পথের ধুলায়।