দূরে একগুচ্ছ কিসের যেন আভাষ। ভয় ভরসার পৃষ্ঠা পেরিয়ে পর্যন্তটুকু ধরে নিলে গুচ্ছ ভেঙে গুটিকয়। তারপর আবার চলার মেরুদণ্ডে হাতে হাত। পায়ে পা মেলানোর অদম্য প্রয়াস। সাথে নিলেই সঙ্গী। দূরের গুচ্ছাকার এক একটা। প্রকৃতির আভরণে অ-সকল সংস্করণ আমার কাছে আমি দিগন্ত। ধরে ফেলেছি আবার দূরে অধরা। মাধুরীর বাচনভঙ্গিতে হৃদয়ের জোড়া কথা। মাঝে মাঝে মোহভঙ্গ রাত রাত হানা দেয়। বালিয়াড়ির পেছন সাম্রাজ্যে রহস্যের ঠাস বুনন। সেখানেই তুমি দেখি। দূর বৈচিত্র্য।