পথ ভোলা পথটাই পথিকের বাড়া
এসো এসো ডাক দিয়ে চলেছে সুদূর
না জানা দাঁড়িয়ে আছে দিনরাত খাড়া
ওই দেখা যায় সোঁতা, ঢেউ সমুদ্দুর।
চড়াই উতরাই সে ডিঙিয়ে সহজে
পাশে পায় সহযোগী তুমি তুমি মাটি
সবুজেরা শ্বাস নেয় দিগন্তের সাঁজে
বর্ণালী বঁচিয়ে রাখে পথের ধূলাটি।


শ্রমের চিত্রলেখায় নেশা আবিষ্কার
রহস্য ভেতর পথ দৃষ্টি অবারিত
নিজেকে খুঁজে পাওয়া অন্তত অপার
ডেকে যায় আলো বাসা, এসো সন্নিহিত।
পথিক পথের দেখা আমি সর্বজয়
আমার পৃথিবী আমি স্বতন্ত্র প্রত্যয়।