ধারার সূত্রে
মায়ের আঁচল কলমী শালুকে ভর্তি
বাবার হাতে মেঠো রাস্তায় রোদের গন্ধ
আর সব ডুব সাঁতার পুকুর চলাচল।


এমনই কোন একটা স্রোতে
আমার বান ডেকেছিল মরা নদী
রক্ত প্রবাহে অশোক চণ্ডশোক
দাগ রাখা আঁকিবুকি বালুকাবেলা।


সুদীর্ঘে তুমিও যাত্রাসংকুল
আজ রচনায় মিলন সমারোহ
প্রেম প্রেম মুখে
উন্মুখ জীবন্ত দলিল।