দাগ আঁকতে উদ্যোগী সবাই
তাই নিয়ে করেও খুব বড়াই
কি বা উলট পালট ছন্দ ধরায়
আরও গভীরে সে গড়িয়ে যায়।


গল্প ভেতরের বাহির আনন্দ
বুকে ধরে রেখেছে পরম বন্ধ
খুঁড়তে থাকা ওরাও গায় গান
সহ্যের সীমা মেপেছে সম্মান।


রাস্তার মোড়ে আরও চিত্রকলা
মুখের ভেতর কিছুটি না-বলা
এগিয়ে চলেছে আরম্ভ যাত্রায়
দাগ আঁকা সুন্দর রুচি চর্চায়।


এই বসন্তে গোলাপ ভাবনায়
তোমাকে চাই ঐকান্তিকতায়।