আমি উচ্চারিত হই বাংলা ভাষায়
বিশ্ববোধের অহং বিষয়ী ভাবনায়
উঠোনে ছড়ানো ফুল মুক্ত বাংলায়
আমার ভাবভালোবাসা দোল খায়।


একুশ অধিকারের রাঙানো প্রত্যয়
উজ্জীবিত আমি গড়ে তুমি সমন্বয়
ভাষায় আদান প্রদান কর্মের হাত
বাংলা কিরণে আমি স্বতন্ত্র প্রভাত।


ভেতর বুকের কবিয়ালী ভাটিয়ালী
ভাষা বাংলায় প্রাণ ধোয়া গীতালি
শুনিয়ে হৃদয় মধুর তোমাকে জড়াই
ভাষা বাংলায় আমি উচ্চারিত তাই।