ভরা পেটে উড়ে এসে জুড়ে বসে বসন্ত
তখন ভাবি না, কমা দাঁড়ি না কি হসন্ত


মাস পেরিয়ে কি বার এখন দিন না রাত
সবই যেন পরম সুখ জীবনের প্রভাত।


ওদিকে কে দাঁড়িয়ে, ভাবছে কি নষ্ট মূল
আমরা তো ফোটাই কেবল শান্তির ফুল


রুক্ষ মাটির বুকে স্নিগ্ধ শিশির ধোয়া
পাশাপাশি দিয়ে যায় সে বসন্তের ছোঁয়া।


সমারোহ গড়ে তোলে সবুজের কিশলয়
খিলখিলিয়ে প্রকৃতিও কত কি কথা কয়


রাখছি না কিছু মনে কে কে খায় নি কেন
এই সময়টুকু স্মৃতি পটে ধরা থাকে যেন।