(১)
কুক্ষিগত


আঙুল তুলেছিল যারা
তারাও আঙুলের হাঁটি হাঁটি পা পা,
ক্ষমতার অঞ্জলি
পোষ মানানো ভেড়ার মতো ।


(২)
বড্ড বেশি বিষয়ী হয়ে উঠছি,
জমানো ফসলের আস্কারাতে
ক্রমশ গভীর হচ্ছে রাত।


অথচ শান্তি খুঁজছে জাগ্রত চোখ।


(৩)
ছবিটা ক্রমশই স্পষ্ট হচ্ছে,
মাছ গভীরতা বুঝতে পারে
মানুষ কেবল যুজতে পারে।


বক্তব্যে সে সব ফাঁকি যেন ধরা না পড়ে।