হেমন্তের নতুন কুয়াশা ছিল, ছিলে তুমি
হাল্কা শীতের আমেজে রোদ্দুরের নম্রভূমি,
আলতো করে এঁকেছিল সাদা মেঘের ভেলা
খেজুর রসের নতুন হাঁড়ি ছিল সকালবেলা।


দু একটা গাছের পাতা পড়ছে ঝরে ঝরে
ধীরে ধীরে হাঁটছি আমরা পথিকের পথ ধরে,
নতুন ধানের গন্ধে নলেন গুড় ও পিঠে পুলি
একে একে গুছিয়ে নিচ্ছি হৃদয় স্বপ্নগুলি।


শিশিরের আলতো ছোঁয়ায় সবুজাভ ঘাস
প্রজাপতির রঙিন পাখায় এই অঘ্রাণ মাস,
আমাদের নীড় ভেজা নতুন দিনের আশায়
জীবনের কত কথা বলে যায় এই কুয়াশায়।


হেমন্তের আগমনে বিষন্ন বাতাসের আলো
ঋতুর বদল খেলায় ঘুচিয়ে দিয়ে যায় কালো,
আমি আছি তুমি আছো চলো গাই নবান্ন গান
বাঁচার পথ আমাদের এই চলতে থাকা কলতান।