যে দাঁড় করিয়ে রাখে, সেও তো দাঁড়ায়
পিছিয়ে পড়া ভাবনায় সাথীও সাথে যায়,
যে চলছে সেও তো বলেছিল, চল ভাই
আমি নিজস্বতায় আমিকে খুঁজে বেড়াই।


দাঁড়িয়ে থাকতে পারি না যাওয়াও হয় না
সময় কিছুতেই দেখতে দেয় না আয়না!


এই অববাহিকায় চারণ নেই, নেই স্থির
তুল্য আপেক্ষিক বুঝিয়েছে, চলো ধীর।
যতটুকু লভ্য আমি পেয়েছি কিংবা পাব
এই পথে ঐ পথে চলতে চলতে দাঁড়াব।