পথের শিশু পথেই থাকে
পায় না স্নেহ ডোর
দিন গুজরানে সকাল বিকাল
হয় না আদৌ ভোর।


কোথা থেকে আসে ওরা
থাকে কেমন করে
কি খায় আর কত কষ্টে
কান্না বুকে ধরে।


গ্রীষ্মে বর্ষায় শীত হেমন্তে
থাকে রাস্তার ধারে
বেঁচে থাকে লড়াই জীবন
মৃত্যু পারাপারে।


পথে ওরা এলো কেন
সভ্যতা কি বলে!
সমাজ জুড়ে এই হাহাকার
বিষম পথে চলে।


পথে যেন কেউ না ফেলে
দেখুক সভ্য আশা
পথের শিশু ঘরে ফিরুক
নিয়ে ভালোবাসা।