প্রতিবাদে ও মিছিলে
টনক নড়তে পারে
তাই ধর্ণা ও অবস্থানে
একজোট অধিকারে।


মুষ্ঠিবদ্ধ হাত উঁচিয়ে
রুখে দাঁড়িয়ে তবে
বললে আরো জোরে জোরে
মুক্তি হবেই হবে।


মনমানি ও স্বার্থলোভী
আইন চাপায় অন্যে
সময় চাকার হিসেব বদল
প্রতিবাদ তার জন্যে।


ফোঁস করে তাই জানান দিয়ে
জানাতে হয় কথা
ক্ষমতা সব বুঝবে না যে
কষ্ট কর্ম ব্যথা।


মানুষ বাঁচে মানবতায়
বলতে হবে জোরে
প্রতিবাদের সূর্য আকাশ
দেখবে তবে ভোরে।