আমি পারাপার ভাঙা গড়া রাত্রি লিখি
মৌন ঊর্মির এপার ওপারে আত্ম শিখি
জোয়ার ভাটায় বাড়ে স্রোতের মিছিল
আমিও বেগের আভায় অক্লান্ত সামিল
অকর্মণ্য অবসাদে বিষয় বয়ে চলেছে
পালে পালে হাওয়া লাগা আমি সর্বোচ্চে
দূরের নির্ঝর সহযাত্রী সম্পর্কের তুমি
পল্লবিত ছায়ার রাশি হৃদয়ের ভূমি
বাঁচিয়ে বাঁচায় ঘাট কথা স্রোতস্বিনী
তোমারই ফুল ফোটা বাগান সঙ্গিনী
অনন্তের সূচক চিত্রে জলচিহ্ন শুভময়
আমরাই স্বতন্ত্র প্রেমের লিখছি সময়।