একঝাঁক পায়রা উড়ছে বুকের ভেতর    
গোলাপে দিগন্ত উদ্ভাসিত
রজনীগন্ধায় মুগ্ধ বাতাস
হাজার সূর্য্য ওঠা প্রান্তর আলোকিত।


ঘুমিয়েও জেগে থাকতে পারে
জেগে জেগেও ঘুমিয়ে পড়ে
কারো কথা যায় না কানে
লোক লজ্জার পরোয়া নেই শেকড়ে।


গাছেরা সব সবুজ সবুজ কথা
মাটির স্পর্শে বিশ্ব নজরে আসে
জল ছুঁয়েই সাত সাগর পাড়ি  
দিতে পারে সে অনায়াসে।


ঘর খুঁজে পায় নিজস্ব মর্জিতে  
যেন বাস করে আছে স্বর্গের স্বস্ত্বিতে।


কেন না এ হৃদয় প্রথম প্রেমে পড়েছে।