বাঁচাও বাঁচাও প্রাণ ওঠে আর্তস্বর
সৃষ্টির বিভ্রাটে শুনি কালের নির্ঝর ,
আকুলি বিকুলি সত্তা দেখি যে অশান্ত
দিনঘন আর্তনাদে সময় বিভ্রান্ত।
দিগ্বিদিকে ওঠে ওই অজানা প্রণাদ
আতঙ্কের প্রহরায় আত্মার প্রমাদ;
যন্ত্রণার বিষয়ীতে জীবের আকুতি
হে প্রভু, শান্তি শব্দের দাও অনুভূতি।


রোগ শোক জ্বালা তাপে এ বিশ্ব ঝংকার
মেনে নেয় অতর্কিতে হিমেল ওঙ্কার,
ধ্বংসের হুংকারে বুঝি ধরণী কম্পিত
ত্রাহি ত্রাহি রণনাদে জীবন শঙ্কিত।
এত আর্ত কলরবে বাঁচাবে কি প্রাণ?
মহাজাগতিক প্রশ্ন? কি বা সমাধান?