শুয়ে পড়লে ঘুমে কাদা
তখন মশারি বা বাবা
কারও খেয়াল থাকত না
কে কোনদিকে,
বেড়ে যেত মশার উৎপাত
ভনভনিয়ে উঠত কাঙাল রাত্রি।

আমাদের সে সব নিঝুম পেরনো
আজও গায়ে গতরে
থুৎকার আঁকে
বয়সের লেজ গজিয়ে
দিনের ভূত ভয়ংকর হয়ে দাঁড়ায়।


তথৈবচ সংসারে
আমিও যে ভালো রঙের বাসা
খিদে লাগা সময়ে
বাবা, তোমাকে প্রণাম।