সবার চলার পথে পথে রবীন্দ্রনাথ আমার
যে কোন জীবনে মিশে হয় বাঙালী একাকার।
গুনগুনিয়ে রবীন্দ্রসঙ্গীত কিংবা উদাহরণে
জীবনের রঙ্গমঞ্চে রোজ ফোটে রবীন্দ্র স্মরণে,
প্রত্যেকে পায় অনিন্দ্য সুখ অন্তর থেকে অন্তরে
অনুভূতির রাঙানো মুখ দাঁড়িয়ে থাকে শিয়রে।


ভাবে ভালোবাসায় জীবনে অপমানে দুঃখে সুখে
কথা দিয়ে কথা যে সাজায় সৃষ্টি সময়ের বুকে,
বাঁচা শিখতে বাঁচার কাছে রবীন্দ্রনাথের তীর্থে
জীবন রূপে পূজো পায় মানুষের প্রতি মুহূর্তে।
ধনী গরীব পণ্ডিত মূর্খ সব আবালবৃদ্ধবনিতা
প্রতিদিন তার কর্মে করে পঁচিশে বৈশাখ ভনিতা।