বর্ষার দিনে ভালই লাগে
ভিজতে তোমার সঙ্গে
জল টিপটিপ ঝর ঝরিয়ে
ভিজিয়ে সারা অঙ্গে,
নাচব গাইব ছলাৎ ছলাৎ
আকাশ পানে তাকিয়ে
কাদা মাটি মাখামাখি
সবুজ ঘাস মাড়িয়ে।


বর্ষা তুমি ফুল ফলে ভরা
কৃষকের মনে দোলা
শুষ্ক মাটির সরস কথা
মেঘে মেঘে মন ভোলা,
একলা ঘরে তোমার আদরে
আমার সঙ্গিনী
জানলার ধারে তোমাকে দেখে
হয়েছে রঙ্গিনী।


তোমার জন্য ডুবছে গ্রাম
আর ঝরো না বৃষ্টি
এত সাধের সাজানো জীবন
করো না অনাসৃষ্টি
আসছে বান জলের তোড়ে
ডুবছে ভিটে মাটি
ভাসিও না আর বর্ষা তুমি
অশ্রু ধারায় হাঁটি।