ঘন কুয়াশায় আমাদের দেখা
শীতের সকাল বেলা
পাতায় পাতায় শিশিরের কণা
করছে আলোর খেলা।
শিউলি তলায় সাদা সাদা ফুল
কবে কথা বলে কত
যেন আকাশের ঘাস আর মাটি
মনে করা মন যত।
অলসতা ছেড়ে কাজ করে কাজ
চোখে রাখা চোখ বলে
একসাথে চলা পথের ঠিকানা
ঢেউ সাগরের তলে।
আল পথ ধরে গাঁয়ের সীমানা
ছোটো ঘাসে কত মায়া
ঘুঘু ডাকা ভোরে হতে চাই শুধু
হিজল গাছের ছায়া।
হাত ধরে হাত কথা আর কথা
নীরব মোহনে ভাসি
ডালে কিশলয় সবুজ আঙিনা
বলে শুধু ভালোবাসি।