পেছনে তার পেছন ছিল তার পেছনে আমি
বলতে গিয়েও যা বললাম বলার চেয়ে দামী,
দাম দেয় নি কেউ তো মশাই সবাই সামনে
একে একে সকলেই আছে সকলের পেছনে।


কে আছে আর কে বা নেই, কে যে কি পেল
ভাবতে ভাবতে একে একে দাঁড়িয়ে গেল।
আমার সামনে দাঁড়িয়ে আমি এক সূত্রে বাঁধা
গোলক জুড়ে ঘুরছে মানুষ লাগছে শুধু ধাঁধা।


পেছনে যার কাঠামো নেই তার যদি হয় মুখ?
ওই দেখা যায় চাঁদের পাহাড়, ধরব ধরবই সুখ,
কত বলিয়ে বলে গেছে আমিও বলা ছাড়ছি না
পেছনে আমি সামনে আমি আর কিছু বলছি না।