সকাল হাওয়া হিমের পরশ
ছড়ায় ভোরের বেলা
উঠোন জুড়ে শিশির ঘাসে
সাদা শিউলি মেলা।


আকাশে মেঘ তুলো পেঁজা
বাদল দিনের ছুটি
মাঠের ফসল বাতাসে ঢেউ
সবুজ কাটাকুটি।


পড়ছে ঝরে হলুদ পাতা
কিশলয়ের তালে
দীঘির জলে পদ্ম শালুক
ফোটে শরৎকালে।


সরু আলপথ ঘাসে ঢাকা
রঙ ফুল আশেপাশে
মৌমাছি আর প্রজাপতি
খোঁজ নিতে আসে।


বর্ষা শেষে এমন শোভা
চারিদিকে ভাসে
সেরার সেরা শরৎ ঋতু
সবাই ভালোবাসে।